
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফ আয়মান–২ ও এমভি ক্রাউন–৩ নামের দুটি লাইটার ভেসেলের মাঝখানে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমভি তাওছীফ লাইটার ভেসেলের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি সংগ্রহ করতে গেলে দুটি ভেসেলের মাঝখানে ভাসমান একটি মরদেহ চোখে পড়ে। বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে খুলনা থানায় খবর দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ-পুলিশকে অবহিত করে।
খবর পাওয়ার আনুমানিক দুই ঘণ্টা পর নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নৌ-পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, প্রাথমিক যাচাই শেষে জরুরি টিম পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, নিহত যুবকের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে আশপাশের এলাকা ও নৌযান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে।
