সোমবার, জুলাই ৭

খুলনায় সাংবাদিককে হত্যার হুমকি; ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সভাপতি ও দৈনিক খুলনা টাইমস এর সম্পাদক সুমন আহমেদকে সপরিবারে খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিকের পরিচয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাংবাদিকদের একের পর এক হুমকি প্রদান শুধুমাত্র ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, বরং পেশাগত দায়িত্ব পালনের জন্যও বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। হঠাৎ করে সাংবাদিকদের হত্যার হুমকির প্রবণতা সাংবাদিক সমাজে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, একজন সম্পাদক তথা সাংবাদিককে সপরিবারে হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি শুধু একটি ব্যক্তি বা পরিবারের নয়- এটি গোটা সাংবাদিক সমাজ ও মুক্ত গণমাধ্যমের ওপর হুমকি। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বিবৃতিদাতারা হলেন- এসোসিয়েশনের সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, ইয়াছিন আরাফাত রুমি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *