রবিবার, অক্টোবর ২৬

খুলনায় রেলের কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার খানজাহান আলী থানাধীন আটরাগিলাতলা মাতমদাঙ্গা এলাকার ল্যাটেক্স প্লান্টের পেছনে রেলের কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয়রা কালভার্টের নিচে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে খানজাহান আলী থানা পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। বাম চোয়াল ও মাথার পেছনেও আঘাতের দাগ রয়েছে। থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ দেখা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। দলটির নেতৃত্ব দেন ইন্সপেক্টর আব্দুল আল মামুন বিশ্বাস।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন,

“দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

স্থানীয় বাসিন্দাদের ধারণা, যুবকটিকে অন্য কোনো স্থানে হত্যা করে মরদেহটি কালভার্টের নিচে ফেলে দেওয়া হতে পারে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *