শুক্রবার, অক্টোবর ১০

খুলনায় যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার একটি অভিজাত হোটেলে যুব নারী ও সাংবাদিকদের তথ্য ও সুরক্ষা বিষয়ক এভিডেন্স লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জার্নালিস্টস প্রোটেকশন কমিটি ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারী, কিশোরী ও সাংবাদিকদের তথ্যের প্রবেশাধিকার এবং সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। এছাড়া বিষয়ভিত্তিক জরিপের তথ্য উপস্থাপন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায়, কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। ধ্রুব অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও সিএমকেএস-এর নির্বাহী পরিচালক আবুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ধ্রুব-এর নির্বাহী পরিচালক মারিয়া বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হেলথ অফিসার ডা. শরিফ সাম্মাউল ইসলাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আরল কালাম আজাদ, বিভাগীয় তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা তরুণ কুমার মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা আবুল বাশার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক সাজিদ আফরিন।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্টস প্রোটেকশন কমিটির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে, সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক মো. সুমন আহমেদ, দৈনিক প্রথম আলোর রিপোর্টার উত্তম কুমার, এটিএন নিউজের খুলনা বিভাগীয় প্রধান এম. ডি. এ. অসীম এবং কমিটির সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের বিভাগীয় প্রধান আনিসুর রহমান কবির।

অনুষ্ঠানে আইনজীবী, উন্নয়নকর্মী, সুবিধাভোগীসহ ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *