বুধবার, নভেম্বর ২৬

খুলনায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত শনাক্ত: পুলিশের অভিযান চলছে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা নগরীর হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে নাইম (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত নাইম রূপসা উপজেলার নন্দনপুর এলাকার রফিক গাজীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রূপসার বউবাজার এলাকার লাদেনের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপুর থেকেই নাইমকে আটকে রাখে একটি চক্র। রাতে তাকে হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে নিয়ে ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে খুলনা থানার এসআই আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *