মঙ্গলবার, নভেম্বর ৪

খুলনায় যুবককের মাথায় গুলি: ৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকায় বাড়ির ভেতরে ঢুকে সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আহত সোহেলের মা রানু বেগম বাদী হয়ে সোমবার (২০ অক্টোবর) খুলনা থানায় মামলাটি (নং–২১) দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—লবণচরা থানাধীন পুঁটিমারি এলাকার ফজলুল হক সরদারের দুই ছেলে মিরাজ সরদার ওরফে কাউয়া মিরাজ (৩২) এবং মো. ইলিয়াছ সরদার (২৯), মুন্সিপাড়া ২য় গলির হযরত আলীর ছেলে রিপন (২৮), একই এলাকার লতিফ রাজমিস্ত্রির ছেলে রিপন (২৬), ১ নম্বর কাস্টমঘাট এলাকার দেলোয়ার হোসেন শিমুল (২৭) ও হাবিবুর রহমান হাবির ছেলে মনির (২৫)।

গুলিবিদ্ধ সোহেল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মিশনবাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে। এর আগে গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। সে সময়ও তিনি গুলিবিদ্ধ হলেও মামলা করেননি।

মামলার বিবরণে জানা যায়, গত ১৭ অক্টোবর দুপুর সোয়া ২টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকার মনিরুল ইসলামের ভাড়া বাড়িতে স্ত্রী ও সন্তানের সঙ্গে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে আসে এবং ঘরে ঢুকে সোহেলের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার চোখের নিচে এবং আরেকটি বাম হাঁটুতে বিদ্ধ হয়।

সোহেলের স্ত্রীর চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত সোহেলের স্ত্রী টুম্পা বলেন, “মিরাজসহ আসামিরা খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য। তাদের প্রধান ব্যবসা মাদক। তারা আমার স্বামীকে মাদক ব্যবসায় জড়াতে চাপ দিচ্ছিল। রাজি না হওয়ায় গত আগস্টেও তাকে গুলি করেছিল। এবারও একই কারণে প্রাণনাশের চেষ্টা করেছে।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিয়ারব হোসেন বলেন, “সোহেল হত্যা প্রচেষ্টা মামলায় সন্দেহভাজন নবাব নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *