
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
মধ্য কার্তিকের অস্বাভাবিক বৃষ্টিতে নাকাল খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষ। সাধারণত এ মাসে বৃষ্টি খুব একটা হয় না, কিন্তু শনিবার (০১ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের বহু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ মিলিমিটার এবং সন্ধ্যার পর রাত ৯টা পর্যন্ত আরও ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবেই এই বৃষ্টি। খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, ‘রবিবার (০২ নভেম্বর)ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি বছর বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি ছিল এবং আগামী পাঁচ দিনও ভারী বৃষ্টির সম্ভবনা আছে’।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
শনিবার (০১ নভেম্বর) প্রকাশিত ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানা যায়, বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হচ্ছে। এটি আরও কিছুটা এগিয়ে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
রবিবার (৩ নভেম্বর): চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায়, আর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৪ নভেম্বর): চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে; দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর): খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় আবারও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে এ সময় দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।
