বুধবার, নভেম্বর ২৬

খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১৭ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ১১টি টিম পৃথক তদারকিমূলক অভিযান চালিয়ে ১৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজার দর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর সদর থানার সাউথ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পণ্যসম্ভার যথাযথ সরবরাহ না করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে আরও একটি অভিযান পরিচালিত হয়। এ সময় পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করায় রোজ কসমেটিকসকে ২ হাজার টাকা ও রয়েল চার্মিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভিপি ড্রাগসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৩টি প্রতিষ্ঠান থেকে ৭ হাজার টাকা আদায় করা হয়।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের তদারকি অভিযানে—

মাগুরায় সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে শালিখা উপজেলার শালিখা বাজারে,

যশোরে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে,

খুলনায় সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খালিশপুর ও দৌলতপুর এলাকায়,

সাতক্ষীরায় সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে,

ঝিনাইদহে সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে মহেশপুর উপজেলার হাসপাতাল রোড এলাকায়,

নড়াইলে সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে লোহাগড়া ও কালিয়া উপজেলার মহাজন ও লুতিয়া বাজারে,

চুয়াডাঙ্গায় সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার বাজারে,

কুষ্টিয়ায় সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে কুমারখালি উপজেলার আলাউদ্দিন নগর বাজারে,

বাগেরহাটে সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে সদর উপজেলার চাঁদমনি বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *