
|| ডা. আনোয়ার সাদাত | নিজস্ব প্রতিবেদক (খুলনা) ||
খুলনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে বিসিক অফিস চত্বরে শুরু হয়েছে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এই মেলার আয়োজন করেছে। স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণের লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলাটি ঘিরে এখন মুখরিত খুলনা বিসিক এলাকা।
সরেজমিনে দেখা গেছে, বিসিক কার্যালয় প্রাঙ্গণে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে ৪০টি স্টল। এসব স্টলে হস্তশিল্প, কুটির শিল্প, বুটিক পণ্য, চামড়াজাত দ্রব্য, পাটজাত পণ্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার ঘটিয়েছেন উদ্যোক্তারা। মেলায় আগত দর্শনার্থীরা সুলভ মূল্যে মানসম্মত দেশি পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। উদ্যোক্তাদের উৎসাহ দিতে এবং ক্রেতাদের সাথে সরাসরি সংযোগ স্থাপনের এই সুযোগ চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত।
বিসিক খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মেলাটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে। ১৩ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মিলনমেলার সমাপ্তি ঘটবে।
