
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার মুজগুন্নির বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও বাসিন্দাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রবিবার (২১ আগস্ট) সকালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। শুরুতেই বাসিন্দারা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন। সকাল ১০টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়।
এসময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি বুলডোজার ভাঙচুর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার্যক্রম চলতে দেওয়া হবে না। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত অভিযান স্থগিত করা হয়েছে।
জানা গেছে, মুজগুন্নির প্রায় দুই একর জায়গায় বর্তমানে প্রায় ২০০ পরিবার বসবাস করছে। তবে ১৯৮৭ সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ওই জমি লটারির মাধ্যমে ৪২ জন প্লট মালিকের কাছে বরাদ্দ দেয়। দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে গেলেও মালিকরা এখনও তাদের জমি বুঝে পাননি।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীরা তাহার আলী বলেন, “জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করতে যাই। সরাতে গেলে বাসিন্দারা আগে থেকে প্রস্তুতি নিয়ে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমিসহ ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছি।”