মঙ্গলবার, ডিসেম্বর ৩০

খুলনায় বাড়ির ভেতরে ঢুকে যুবকের মাথায় গুলি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় স্ত্রী ও সন্তানের সঙ্গে বিছানায় বিশ্রাম নেওয়ার সময় বাড়ির ভেতরে ঢুকে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায়। গুলিবিদ্ধ সোহেল (২৮) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিশনবাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল পরিবার নিয়ে ওই এলাকার মনিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এসময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা ঘরে ঢুকে সোহেলের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার চোখের নিচে বিদ্ধ হয়। স্ত্রীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় সোহেলকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, সোহেলের বিরুদ্ধে একটি হত্যা, একটি মাদক ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে ছিলেন। সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে মুক্ত হন তিনি। পুলিশের ধারণা, মাদক-সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হামলা হতে পারে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

এর আগে গত ৩ আগস্ট একই এলাকায় দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তখনও তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

উল্লেখ্য, চলতি অক্টোবর মাসের প্রথমার্ধেই খুলনা নগরীতে চারটি খুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৬ অক্টোবর একই কাস্টমস ঘাট এলাকায় ইমরান মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *