
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল–১৯ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)-এর সার্বিক সহযোগিতায় খুলনায় মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে এ আয়োজন হয়।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও দৈনিক প্রবাহ পত্রিকার যৌথ আয়োজনে এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউ–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ) অনুষ্ঠানে সহযোগিতা করে।
বিজেপিসি সভাপতি কৌশিক দে’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। অনুষ্ঠানে ধ্রুব অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক প্রকল্প বিষয়ে আলোচনা করেন। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিজেপিসির সিনিয়র কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পপলু সাংবাদিকদের ঝুঁকি ও করণীয় বিষয়ে বক্তব্য দেন। আনিছুর রহমান কবির পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন।
বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, সাংবাদিক সুরক্ষা মঞ্চের সদস্য সচিব মো. হেদায়েত হোসেন, দৈনিক কালের কণ্ঠ ব্যুরো প্রধান এইচ. এম. আলাউদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী শামীম আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিএমকেএস-এর নির্বাহী পরিচালক আবুল হোসেন, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আরফিন, মনিরুল ইসলাম ও প্রশান্ত কুমার মণ্ডলসহ কমিউনিটি ফোরামের সদস্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকদের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও পেশাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ ও রাষ্ট্রের অতন্দ্র প্রহরী হিসেবে সাংবাদিকদের সব অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়া ২৪ অক্টোবর হোটেল এম্বাসেডারের কনফারেন্স রুমে “পলিসি ডায়লগ” শীর্ষক আরেকটি সভা অনুষ্ঠিত হয়। এতে খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।