রবিবার, আগস্ট ২৪

খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় নগর ভবনে খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকারের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।

খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ. ফ. ম. মহসীন ও সদস্য সচিব অ্যাড. মো. বাবুল হাওলাদার স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নিজামুর রহমান লালু, মিজানুর রহমান বাবু, সরদার আবু তাহের, এসএম দেলোয়ার হোসেন, এসকে তাসাদুজ্জামান, জামাল মোড়ল, মিলন বিশ্বাস, রহমত আলী, শাহীন হাওলাদার, এসএম রোহান প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালে ভেড়ামারা থেকে খুলনায় পাইপলাইন বসানোর কাজ শুরু হলেও পরবর্তীতে পেট্রোবাংলা প্রকল্পটি বাতিল করে। এতে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয় হলেও কোনো জবাবদিহিতা হয়নি। পরবর্তীতে ভোলা-বরিশাল-খুলনা রুটে গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হলেও চলতি বছরের ৫ মার্চ হঠাৎ করে তা স্থগিত করে ভোলা-বরিশাল-ঢাকা রুটে পাইপলাইন বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে খুলনা অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, গ্যাস সংযোগ পেলে খুলনার বন্ধ শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করা সম্ভব হবে। এতে উৎপাদন খরচ কমে যাবে এবং নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে। খুলনা বন্দর ও পদ্মাসেতুর সুফল কাজে লাগিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সুযোগ সৃষ্টি হবে। গ্যাস সরবরাহ না থাকায় শিল্প উদ্যোক্তারা এ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী নন।

খুলনা নাগরিক সমাজ মনে করে, খুলনায় গ্যাস সরবরাহ জাতীয় উন্নয়নের স্বার্থে জরুরি। একে শুধুমাত্র আঞ্চলিক দাবি হিসেবে না দেখে রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *