বুধবার, ডিসেম্বর ৩

খুলনায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের কঠোর নজরদারি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অনিয়ম রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নয়টি টিম বুধবার (২৬ নভেম্বর) পৃথক অভিযান পরিচালনা করেছে। এ সময় বাজারদর যাচাই, ক্রয় ভাউচার পরীক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়—সরকারি মূল্যের বেশি দাম নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনব্যাপী এই অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন জেলায় মোট ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ফুলতলা উপজেলার বেলতলা বাজারে অভিযান চালিয়ে মনিবাবু ফুড-কে অবৈধভাবে পণ্য প্রস্তুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে বিনয় চানাচুর-কে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডুমুরিয়ায় সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব বিশ্বাস ফার্মেসি-কে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা এবং গাজী ট্রেডার্স-কে ৩ হাজার টাকা ও সরকার ট্রেডার্স-কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে জানিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, “যে কোনো ধরনের অনিয়ম, বাড়তি মূল্য আদায় বা ভোক্তার অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *