
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মহানগরীর ট্যাংক রোডের একটি বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩০) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, সবুজকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের বোন জানান, ট্যাংক রোডের ওই বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে খুলনা সদর থানায় মামলা রয়েছে। প্রায়ই সবুজকে মারধর করতেন তারা। বুধবার থেকে সবুজ নিখোঁজ ছিলেন। শনিবার খুঁজতে গিয়ে ওই বাড়ির চিলেকোঠায় তার অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া যায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিআইডি তদন্ত করছে।