বৃহস্পতিবার, অক্টোবর ৯

খুলনায় নারী দিনমজুরের গলা কাটা লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় দিনমজুর নারী মনোয়ারা বেগম সুপ্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কেডিএ ময়ূরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তার পচা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মনোয়ারা বেগম সুপ্তি ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে নগরীর মোস্তার মোড়ে ভাড়া বাসায় থাকতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা ও শিল্পী।

স্থানীয়রা জানান, মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে পুলিশ ময়ূরী আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফের বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে সুপ্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর অভিযান চালিয়ে প্রথমে ইউসুফ ও পরে অন্যদের গ্রেপ্তার করে পুলিশ।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান বলেন, বিশেষ অভিযানের সময় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার বিষয়টি স্বীকার করেছে। তবে সুনির্দিষ্ট কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, টাকা হাতিয়ে নেওয়া বা ধর্ষণে বাধা দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় নিহতের ছেলে শাহ জামাল সর্দার সজল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে শিল্পী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে। অন্য আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *