সোমবার, নভেম্বর ৩

খুলনায় নারী ও শিশুদের তথ্য অধিকার নিশ্চিতকরণে সাংবাদিকদের সংলাপ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) এবং কমিউনিটি ফোরাম-এর উদ্যোগে ‘নারী ও শিশুদের তথ্য অধিকার’ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনার হোটেল এম্বাসিডারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সংলাপ আয়োজন করা হয় কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩-এর আওতায় ‘ধ্রুব’-এর সার্বিক ব্যবস্থাপনায়।

অনুষ্ঠানে এলায়েন্স টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক এবং অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প ও সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্য ও নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্যা তুলে ধরে তার সমাধান নিয়ে মতবিনিময় করেন।

যুব উন্নয়ন অফিসের সদর থানা অফিসার এস. এম. মফিদুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
দৈনিক আজকের পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান শেখ আবু হাসান, দৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত, তথ্য অফিসের কর্মকর্তা দীপঙ্কর মণ্ডল, খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী, এখন টিভির খুলনা রিপোর্টার রামিম চৌধুরী, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির,
এবং দৈনিক জাগো খুলনার নির্বাহী সম্পাদক জি. এম. রাসেল।

এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ‘ধ্রুব’, ‘সি ডব্লিউ এফ’ ও ‘সিএমকেএস’-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাসসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *