বৃহস্পতিবার, জানুয়ারি ৮

খুলনায় নবীন বিসিএস কর্মকর্তাদের ওরিয়েন্টেশন: জনসেবায় ব্রতী হওয়ার আহ্বান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসনিক কাঠামো ও নাগরিক সেবামূলক কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত কর্মকর্তাদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

​শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা নবীন কর্মকর্তাদের নগর ভবনে স্বাগত জানান এবং খুলনা মহানগরীর উন্নয়ন ও সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, কেসিসি একটি গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিষ্ঠার সাথে জনসেবার ব্রত নিয়ে কাজ করতে হবে।

​অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসির সার্বিক কার্যাবলী সম্পর্কে কর্মকর্তাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩ জন কর্মকর্তা হলেন— মোহাম্মদ আব্দুল হাই, সোনিয়া চৌধুরী ও নির্মল কান্তি তালুকদার। তারা সম্প্রতি সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে খুলনা বিভাগে ন্যস্ত হয়েছেন।

​কেসিসির সচিব আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি এবং বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *