শুক্রবার, জুলাই ২৫

খুলনায় নবনিযুক্ত কর কমিশনারের সাথে কর আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় নবনিযুক্ত কর কমিশনার জনাব শেখ মোঃ মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান কর আইনজীবী সমিতির সভাপতি এড. খান মনিরুজ্জামানসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

খুলনায় নতুন কর কমিশনার হিসেবে যোগদান করেছেন ১৮তম বিসিএস ট্যাক্সসেশনের কর্মকর্তা শেখ মোঃ মনিরুজ্জামান। গতকাল খুলনা কর কমিশনারের কার্যালয়ে খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি এড. খান মনিরুজ্জামান ও কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ-সহ অন্যান্য সিনিয়র আইনজীবীবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে কর কমিশনার বলেন, বিগত কর বছরে যেসব করদাতা শূন্য রিটার্ন দাখিল করেছেন তাদের উপর বেশি নজরদারি করবেন। কর যোগ্য আয় থাকা সত্ত্বেও যেসব করদাতা কর এড়িয়ে চলছেন তাদের উপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করবেন। কর আইনজীবী সমিতির সভাপতি বলেন, কর আহরণের ক্ষেত্রে বার ও বেঞ্চের মধ্যে যেন সুসম্পর্ক বজায় থাকে সেজন্য আমরা সচেষ্ট থাকবো। তাছাড়া বিগত বছরের অডিট মামলা, আপিল মামলা ও ট্রাইবুনাল মামলা যেন দ্রুত নিষ্পত্তি করা যায় সে বিষয়ে তিনি কর কমিশনার কে অভিহিত করেন। সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এম হারুন অর রশিদ, এস এম শাহনেওয়াজ আলী, হারুন অর রশিদ হেলাল, নজরুল ইসলাম হাওলাদার।

কার্যনির্বাহী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন মো: আমিনুর রহমান, মো: মুজিবুর রহমান, এবিএম মোস্তফা জামান, মোহাম্মদ সাঈদ আহমেদ, এস এম জি নেওয়াজ প্রমুখ।

উল্লেখ্য যে, ১৮ তম বিসিএস এর এই চৌকস কর কর্মকর্তা খুলনায় যোগদানের পূর্বে কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *