শুক্রবার, অক্টোবর ১০

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. হাবিব শেখ (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত হাবিব শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা রাজা শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেলস্টেশন এলাকায় লোহা ও তামা চুরির ঘটনা নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়। কয়েকদিন আগে হাবিব ওইসব চোরাই মালামাল পুলিশের কাছে ধরিয়ে দেন এবং কয়েকজনের নামও জানিয়ে দেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তার সঙ্গে অভিযুক্তদের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে হাবিবের মাথা, দুই হাঁটু, বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আহত যুবক ও হামলাকারীরা একইসাথে চলাফেরা করত এবং রেল সংলগ্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিল। চুরির বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *