
‘দাদু ভাই ছিলেন খুলনার রাজনীতির আদর্শ পুরুষ’ — খুলনা বিএনপি
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা বিএনপি নেতারা বলেছেন, এম নুরুল ইসলাম দাদু ভাই ছিলেন খুলনার রাজনীতির আলোকবর্তিকা ও বিএনপির ভিত্তি নির্মাণের অগ্রদূত। তিনি ছিলেন নীতিনিষ্ঠ, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ, যিনি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ, মানবিকতা ও সাংগঠনিক দক্ষতা আজও বিএনপি কর্মীদের অনুপ্রেরণা জোগায়।
নেতারা বলেন, দাদু ভাইয়ের রাজনীতি ছিল আদর্শ, সততা ও জনগণের ভালোবাসায় গড়া। আমরা তাঁর দেখানো পথে থেকেই গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আরও বলেন, দাদু ভাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছেন। ক্ষমতার লোভে নয়, জনগণের কল্যাণে তিনি জীবন উৎসর্গ করেছেন। তাঁর নীতি ও আদর্শই খুলনার জাতীয়তাবাদী রাজনীতির ভিতকে শক্ত করেছে।
বক্তারা বলেন, বিএনপি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, তবে ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখলের রাজনীতি করে না। আমাদের রাজনীতি জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। ধর্মের নামে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা ইসলামের ভাবমূর্তি নষ্ট করে। ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করা এক ধরনের ভণ্ডামি। ইসলাম শান্তি, সাম্য ও ন্যায়ের ধর্ম, কিন্তু জামায়াত ইসলাম ধর্মীয় আবেগকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়—এটি ইসলাম নয়, বরং ইসলামবিরোধী অপপ্রয়াস।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী (জুলু), মোল্লা খায়রুল ইসলাম, গাজী তফসির আহমেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি সেখ হাফিজুর রহমান মনি, ইসতিয়াক উদ্দিন লাভলু, জামাল হোসেন তালুকদার, চৌঃ শফিকুল ইসলাম হোসেন, এনামুল হক স্বজল, মহিলা দলের সৈয়দা নার্গিস আলী, যুবদলের আব্দুল আজিজ সুমন, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল্লাহেল কাফি সখা, জাসাসের এম এ জলিল, কৃষক দলের আক্তারুজ্জামান তালুকদার সজিব, স্বেচ্ছাসেবক দলের মুনতাসির আল মামুন, আব্দুল মান্নান, থানা সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি মাসুদউল হক হারুন, এস এম নুরুল আলম দিপু, শেখ মোস্তফা কামাল, শেখ হাবিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, ইকবাল হোসেন মিজান, গাজী আফসার উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, সওগাতুল আলম ছগীর, আমিন আহমেদ, সাইফুল ইসলাম, ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মিজানুর রহমান, আবুল ওয়ারা, জামির হোসেন দিপু, আব্দুল কাদের মল্লিক, শেখ মেহেদী হাসান লিটন, ছাত্রদল নেতা মাজাহারুল ইসলাম রাসেল ও আব্দুস সালাম প্রমুখ।
স্মরণ সভা শেষে মরহুম নুরুল ইসলাম দাদু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
