
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা জেলার রূপসা থানা এলাকায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে রূপসা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আমদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ লিয়াকত শেখ (৫৫)।
পুলিশ জানায়, ভিকটিম রূপসা থানার একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী, বয়স মাত্র ৮ বছর। প্রতিদিন মাদ্রাসায় যাতায়াতের সময় সে লিয়াকত শেখের বাড়ির উঠানের পথ ব্যবহার করত। গত ২৭ অক্টোবর দুপুরে মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে উঠানে পৌঁছালে লিয়াকত শেখ তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে রূপসা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লিয়াকত শেখকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী রূপসা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
