
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
নগরীর খুলনা সদর থানাধীন ব্রাদার্স ক্লাবের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা টিটু বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করেছে।
বুধবার (২৩ জুলাই) বিকালে ব্রাদার্স ক্লাবের সামনের মাঠে এ ঘটনা ঘটে। আহত টিটুর পিতার নাম তমিজ উদ্দিন বিশ্বাস। তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল ৫ টার দিকে খুলনা ব্রাদার্স ক্লাবের বিপরীতে একটি ফাকা মাঠে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল টিটু। এ সময়ে কতপয় দুর্বৃত্ত ওই ফাকা মাঠের চায়ের দোকানের পাশে মাদক সেবন করছিল। মাদক সেবনকারীরা হঠাৎ টিটুর ওপর চাড়াও হয় এবং তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাদক গ্রহণকারীর কাছে থাকা ধারালো অস্ত্রদিয়ে টিটুর শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টিটুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত টিটু বিশ্বাস শঙ্কামুক্ত। মাদকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।