
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে মো. মিরাজ শেখ (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে খালিশপুর থানাধীন প্রেমকানন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত মিরাজ শেখ খুলনার হরিনটানা থানার মধ্য রাজবাধ এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে। ঘটনার সময় মিরাজের সঙ্গে আরও পাঁচজন ছিলেন, যারা তিনটি মোটরসাইকেলে ওই স্থানে এসে থামেন। কিছুক্ষণ পর মিরাজের সঙ্গীরাই হঠাৎ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
রক্তাক্ত অবস্থায় মিরাজ প্রাণ বাঁচাতে পাশের অয়ন নামের এক ব্যক্তির বাড়িতে ঢোকার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত মিরাজকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে মিরাজ হামলাকারীদের নাম শনাক্ত করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
খালিশপুর থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে।”
