
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এর অংশ হিসেবে খানজাহান আলী থানা পুলিশ পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
কেএমপি সূত্র জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পথেরবাজার পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ফাতেমা বেগম ওরফে ফতে (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি যশোর জেলার কোয়াতলী থানার বসুন্দিয়া গ্রামের মো. হোসেন আলীর মেয়ে এবং আব্দুল গাফ্ফার খানের স্ত্রী।
অন্যদিকে বুধবার (১ অক্টোবর) সকালে একই পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে সুমন রেজা (৩৭) নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সুমন রেজা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বলিদাপাড়া গ্রামের মৃত আ. সামাদ বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।