
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
‘‘খুলনা সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবায় পেশাদারীত্ব জোরদারকরণ’’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে বুধবার (২২ অক্টোবর) দুপুরে। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান নগরীর একটি অভিজাত হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, “নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বাড়ি-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করতে হবে। বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) গড়ে তোলা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “বর্জ্য ব্যবস্থাপনাকে একটি বাণিজ্যিক মডেলে রূপান্তরিত করতে পারলে এটি শুধু নগরীর পরিবেশকে স্বাস্থ্যকর রাখবেই না, বরং লাভজনক খাত হিসেবেও গড়ে উঠবে।”
তিনি কর্মশালা থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
‘সাসটেন্যাবল আরবান ওয়াটার সাইকেলস (SUWC)’ প্রকল্পের আওতায় কেসিসি ও নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় চারটি সিটি কর্পোরেশন ও তিনটি পৌরসভায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালার মূল উদ্দেশ্য হলো— খুলনা মহানগরীর সকল ওয়ার্ডে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা যাচাই, সেবায় পেশাদারিত্ব আনয়ন, সাশ্রয়ী সেবা মূল্য নির্ধারণ, ঘরে ঘরে বর্জ্য সংগ্রহের জন্য উপযুক্ত বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মনোনয়ন, ক্যাম্পেইন পরিকল্পনা ও উপকরণ চূড়ান্ত করা এবং একটি কার্যকর কর্মদল গঠন করা।
কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।
স্বাগত বক্তব্য দেন এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কান্ট্রি এইচআর অ্যান্ড অপারেশনস ম্যানেজার অগাস্টিন অল্ড্রিন সরকার এবং সঞ্চালনা করেন এসএনভি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন এসএনভি’র বিজনেস অ্যাডভাইজর তানভীর আহমদ চৌধুরী, গভার্ন্যান্স অ্যাডভাইজর প্রশান্ত রঞ্জন শর্মা রায়, বিসিসি অফিসার খাদিজা তুল-কোবরা প্রমুখ। কর্মশালায় কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সহকারী কঞ্জারভেন্সী অফিসার, সুপারভাইজার, পরিচ্ছন্নতা কর্মীদের নেতা, চালকদের প্রতিনিধি এবং ডাম্পিং সাইটে নিয়োজিত শ্রমিকদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
