বুধবার, ডিসেম্বর ৩

খুলনায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||

বাংলাদেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ প্রকল্পের আওতায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা আজ (বুধবার) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। তিনি বলেন, “সরকারি দপ্তরগুলোর সেবা ও দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তৃণমূল পর্যায়ে বাস্তব চাহিদা চিহ্নিত করে উন্নয়ন কার্যক্রম গ্রহণ না করলে দীর্ঘমেয়াদী উন্নয়ন অর্জন কঠিন।”

তিনি জানান, এসডিজি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এর অংশ হিসেবে দেশব্যাপী পাঁচটি উপজেলাকে মডেল অঞ্চলের জন্য নির্বাচন করা হয়েছে। জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো পরিবেশগত সমস্যার কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার একটি গ্রামকে পাইলট হিসেবে নির্বাচন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

অনুষ্ঠানে প্রকল্পের মূল দিক ও সম্ভাবনা তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সহকারী প্রধান সুমন দাস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—
সাধারণ অর্থনীতি বিভাগের যুগ্মপ্রধান ড. এস এম যোবায়দুল কবির ও মোঃ ছিদ্দিকুর রহমান, উপপ্রধান মোঃ যুবায়ের, খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. তাছলিমা আক্তার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

সভায় জানানো হয়, প্রকল্পের উদ্দেশ্য হলো— অগ্রাধিকার খাত চিহ্নিত করে উন্নয়নকৌশল পুনঃনির্ধারণ, স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনা তৈরি এবং এসডিজি বাস্তবায়নকে আরও গতিশীল করা।

টেকসই উন্নয়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য, বাস্তব চাহিদা এবং স্থানীয় সক্ষমতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মডেল এসডিজি ভিলেজ গড়ে তোলার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *