শুক্রবার, অক্টোবর ১০

খুলনায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অস্ত্র-গোলাবারুদসহ এক যুবককে গ্রেফতার করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা পুলিশ রূপসা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দা তানভির ইসলাম নিলয় (২৫), পিতা মো. মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অভিযানে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান ও একটি রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় খুলনা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *