
|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||
অস্ত্র ও গোলাবারুদসহ খুলনা মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে লবণচরা হাজী মালেক কবরস্থান সংলগ্ন তার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যৌথবাহিনী রাত ৩টার দিকে টুকুর বাড়িতে হানা দেয়। এ সময় তার ঘর থেকে একটি এক নলা বন্দুক, নয় রাউন্ড গুলি এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর টুকুকে থানায় আনা হয়। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।
টুকু লবণচরা হাজী মালেক কবরস্থান এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।