বৃহস্পতিবার, অক্টোবর ৩০

খুলনায় অবৈধ স্থাপন অপসারণ অভিযান চালালো সিটি কর্পোরেশন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা মহানগরীর খালিশপুরস্থ ১২নং ওয়ার্ডের হাউজিং এস্টেটের ১৬৪নং সড়ক ও সংলগ্ন ড্রেন উন্নয়নের জন্য অবৈধ স্থাপন অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে বুধবার (২৯ অক্টোবর) দিনব্যাপী এই কার্যক্রম সম্পন্ন হয়।

এ ব্যাপারে জানা গেছে, পূর্বে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সড়কের ওপর নির্মিত স্থাপন অপসারণের জন্য অনুরোধ করা হলে অধিকাংশ মালিক স্বেচ্ছায় অপসারণ করেন। তবে যারা অপসারণ করেননি, তাদের অবৈধ স্থাপন কেসিসি-এর উদ্যোগে অপসারণ করা হয়েছে।

অভিযানকালে হাউজিং এস্টেটের ১৮নং সড়কের ফুটপাথে ফ্রিজসহ অন্যান্য মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে শাম্মী স্টোরের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম এবং ডিপার্টমেন্টাল স্টোর হাটবাজারের স্বত্বাধিকারী ইমরান খানকে যথাক্রমে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ও মেট্রোপলিটন পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন। কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *