বুধবার, ডিসেম্বর ৩

খুবিতে আন্তর্জাতিক সম্মেলনের প্রসিডিংস প্রকাশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত ২য় আন্তর্জাতিক সম্মেলনের গবেষণা পত্রগুলো দীর্ঘ রিভিউ প্রক্রিয়া শেষে অবশেষে প্রসিডিংস হিসেবে প্রকাশিত হয়েছে। মোট ২২টি গবেষণা প্রবন্ধের এই সংকলনে ৮টি পেপার এসেছে বিদেশি গবেষকদের কাছ থেকে, যা পুরো প্রকাশনাকে আরও সমৃদ্ধ করেছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁর কার্যালয়ে প্রসিডিংসের মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, গবেষণাকে কেন্দ্র করে খুবির অগ্রযাত্রায় এটি একটি উল্লেখযোগ্য সংযোজন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ—প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ হারুন চৌধুরী, প্রফেসর ড. মাসুদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. নাজিয়া হাসান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, সাধন চন্দ্র স্বর্ণকার ও সাদিয়া ইসলাম মৌ।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ২ ও ৩ মার্চ। দেশ-বিদেশের ১৫ জন বিশেষজ্ঞ রিভিউয়ারের কঠোর মূল্যায়নে নির্বাচিত গবেষণা প্রবন্ধগুলো পরিবেশবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে নতুন জ্ঞান যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন জানিয়েছে, প্রকাশিত প্রসিডিংসটি ভবিষ্যৎ গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *