
|| আব্দুল হামিদ সরকার ||
নদী খোঁজে ঢেউয়ের কুল,
মানুষ খোঁজে মনের ভুল।
পিপীলিকা খোঁজে খাদ্য,
গান খোঁজে সদা বাদ্য।
প্রেমিক খোঁজে রজনীগন্ধা,
প্রবীণ খোঁজে ভক্তি শ্রদ্ধা ।
শিশু খোঁজে আদর যতন,
বাবা খোঁজেন মানিক রতন।
কবি খোঁজেন ফুল পাখি,
জীবন খোঁজে আর কতো দিন বাকী।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৯ জানুয়ারি, ২০২৫।