শুক্রবার, মার্চ ১৪

“খুঁজে ফিরি সবাই”_কবিতা

নদী খোঁজে ঢেউয়ের কুল,
মানুষ খোঁজে মনের ভুল।

পিপীলিকা খোঁজে খাদ্য,
গান খোঁজে সদা বাদ্য।

প্রেমিক খোঁজে রজনীগন্ধা,
প্রবীণ খোঁজে ভক্তি শ্রদ্ধা ।

শিশু খোঁজে আদর যতন,
বাবা খোঁজেন মানিক রতন।

কবি খোঁজেন ফুল পাখি,
জীবন খোঁজে আর কতো দিন বাকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *