
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
আজ ১৫ আগস্ট সকালে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নাগেশ্বরী উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মহফিল ও দোয়ার আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম শফি।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, সিনিয়র যুগ্ন আহব্বায়ক উমর ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার-সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, ওলামা দলের নেতৃবৃন্দ।
বক্তৃারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘাআয়ু কামনা করেন। এতে বিভিন্ন এলাকার বিএনপি কর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে জুমআর নামাজ শেষে বিশেষ দোয়া ও তবাররক বিতরণ করা হয়।