
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
মাত্র ২৮ বছর বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে চলাফেরার শক্তি হারিয়েছেন বাবুল ইসলাম। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপাল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। একসময় বাবুল সিরাজগঞ্জে তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় দুই বছর আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা চলছে।
চিকিৎসা ব্যয় মেটাতে ইতোমধ্যে নিজের জমানো সঞ্চয়, গরু এবং শেষ সম্বল ১২ শতাংশ জমি বিক্রি করেছেন তিনি। কিন্তু চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় টাকার অভাবে এখন বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। এক বছরের অবুঝ শিশু সোহান ও স্ত্রী সুমাইয়াকে নিয়ে বিনা চিকিৎসায় কষ্টে দিন কাটছে তার।
বাবুল জানান, “তাঁত কারখানায় কাজ করেই সংসার চালাতাম। জমি-জিরাত, সঞ্চয় সব বিক্রি করে এতদিন চিকিৎসা করিয়েছি। কিন্তু এখন টাকার অভাবে আর কিছু করতে পারছি না।”
বাবুলের ভাই ময়নাল বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন, বাবুলকে পুরোপুরি সুস্থ করতে অপারেশন ও রেডিও থেরাপির প্রয়োজন। এতে সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা লাগবে।”
স্ত্রী সুমাইয়া অসহায় কণ্ঠে বলেন, “অসুখের কারণে আমার স্বামী কিছুই করতে পারেন না। এক বছর বয়সী সন্তানকে নিয়ে আমরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আছি। দেশের মানুষ সহযোগিতা করলে বাবুলকে বাঁচানো সম্ভব।”
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, “পরিবারটি অত্যন্ত দরিদ্র। ব্যয়বহুল চিকিৎসা বহন করার সামর্থ্য তাদের নেই। সমাজের দানশীল ও মানবিক মানুষরা সহযোগিতার হাত বাড়ালে পরিবারটি উপকৃত হবে।”
সহযোগিতা পাঠানোর ঠিকানা
বাবুল ইসলামকে বাঁচাতে সহায়তা পাঠাতে পারেন –
মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ/রকেট): ০১৭৩৭৬৪৮৭৬৩
ন্যাশনাল ব্যাংক ভূরুঙ্গামারী শাখা: হিসাব নং ১-২২০-০০৫-৩৬৯৯৬১