শুক্রবার, জানুয়ারি ২৩

কে সি সি’র ৩০ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থীর গণসংযোগ ও পথসভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী সেক্রেটারি এবং খুলনা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সদর থানাধীন চানমারি বাজার এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামী। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সুখ-দুঃখে আগের মতো পাশে থাকার আহ্বান জানান।

গণসংযোগকালে তিনি আরও বলেন, মানব রচিত আইন দিয়ে সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে আদর্শিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমান, ৩০ নম্বর ওয়ার্ড আমীর আব্দুল ওয়াহেদ, ওয়ার্ড সেক্রেটারি আল আমিন জমাদ্দারসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া একই দিন তিনি সোনাডাঙ্গা থানাধীন ১৬ নম্বর ওয়ার্ডের সি অ্যান্ড বি কলোনি মাঠে আয়োজিত হামদ, নাত ও ক্বিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সাওয়ার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহারুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম ও জুয়েল বিশ্বাস।

বক্তব্যে অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারীসহ সকল নাগরিকের অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, ইসলামী আইনে নারী-পুরুষ কিংবা ধর্ম ও বর্ণভিত্তিক কোনো বৈষম্য নেই। সকল মানুষকে সমান মর্যাদায় দেখার নীতির মাধ্যমে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *