
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় যোগদানের পরপরই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নিলেন নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মো. মোখতার আহমেদ। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় কেসিসির বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানসহ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তারা। এরপর বিভাগ ও শাখা প্রধানরা কেসিসির চলমান কার্যক্রম—রাজস্ব আদায়, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং ডেঙ্গু–চিকুনগুনিয়া সংক্রমণ পরিস্থিতি ও প্রতিরোধের পদক্ষেপ—বিস্তারিত তুলে ধরেন। একইসঙ্গে তারা দায়িত্ব পালনে যেসব অন্তরায় রয়েছে তাও উল্লেখ করেন।
প্রশাসক মোখতার আহমেদ বলেন, “ন্যায়সঙ্গত কাজের পথে কোন বাধা থাকতে পারে না। সব ধরনের অন্তরায় দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।” তিনি কেসিসিকে একটি সেবামূলক ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে আরও বলেন, নগরবাসীর সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রাইভেসি রক্ষায়ও তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন—কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অধিকাংশ কর্মকর্তা সভায় বক্তব্য রাখেন ও নতুন প্রশাসকের সাথে অভিন্ন লক্ষ্য—নগরবাসীর উন্নত সেবা নিশ্চিতকরণ—উপস্থাপন করেন।
