রবিবার, জুলাই ২৭

কেরানীগঞ্জে পরকীয়া প্রেমের জেরে দায়ের কোপে প্রেমিকা নিহত

|| নিউজ ডেস্ক ||

ঢাকা জেলার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকা সীমা আক্তার (৪০)-কে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রেমিক ইমাম হাসান (২০)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে৷

স্থানীয়রা জানান, প্রেমিক ইমাম হাসান আমবাগিচা বৌ বাজার এলাকায় ভাড়া থাকেন।। তার প্রেমিকা সীমা আক্তার আগানগর ছোট মসজিদ এলাকায় ভাড়া থাকেন। পরকীয়া সম্পর্কের জের ধরে আজ সন্ধ্যায় সীমা ইমামের ভাড়া বাড়িতে দেখা করতে আসেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম হোসেন তার ঘড়ে থাকা দা দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তখন সীমা চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন পরকীয়া প্রেমিক ইমাম হোসেনকে মারধর করে আটক করে।

পরে থানা পুলিশে খবর দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম সীমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত ইমাম হোসেনকে মিটফোর্ড হাসপাতালে হতে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় আটক রাখে।

ইমাম হাসানের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে অপর দিকে সীমার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আগানগর বৌ বাজার এলাকায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *