
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
গত শুক্রবার (১৫ আগস্ট) সকাল অনুমান ৬.১৫টার সময় খুলনা জেলার রূপসা থানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লক্ষ ১৫ হাজার ৭০ টাকা চুরি হয়। এই ঘটনায় রূপসা থানায় গত ১৬ আগস্ট একটি মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চুরি হওয়া টাকা উদ্ধার ও মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়।
তদন্ত কার্যক্রম পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি:) মুক্ত রায় চৌধুরী, পিপিএম (বার) এর সমন্বয়ে গঠিত ১টি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৭/০৮/২০২৫ খ্রি. ভোর অনুমানিক ০৪.৩০ টার সময় রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকা হতে ব্যাংকের টাকা চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোঃ ইউনুস শেখ (৩৮), পিতা- মোঃ ইনছান শেখ, মাতা-লুতফন নেছা, গ্রাম- নিকলাপুর-কে পুলিশ হেফাজতে নেয়। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কৃষি ব্যাংক থেকে চুরি হওয়া টাকার মধ্য হতে ১,৫২,৯১০/-টাকা এবং চোরাইকাজে ব্যবহৃত ভল্ট এর দরজা কাটার স্টোন কাটিং ডিক্স ও গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ইউনুস শেখ (৩৮) একজন ঋণগ্রস্থ ব্যক্তি। অনেক মানুষ তার থেকে টাকা পায়। ঋণ পরিশোধের জন্য সে বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখায় লোন নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে সে ব্যাংক থেকে টাকা চুরির পরিকল্পনা করে। পরিকল্পনামতে সে গত ১৫ আগস্ট আনুমানিক সকাল ৬.১৫ হতে দুপুর ২টার মধ্যে বিভিন্ন সময়ে সে বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লক্ষ ১৫ হাজার ৭০ টাকা চুরি করে।
গ্রেফতারকৃত মোঃ ইউনুস শেখ (৩৮) বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।