শুক্রবার, নভেম্বর ১৪

“কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে: খুবি উপচার্য

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘এআই ফর একাডেমিক এন্ড রিসার্চ এক্সিলেন্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে। এআই ব্যবহারের পদ্ধতি জানা এবং এর মাধ্যমে ভালো কাজ শেখা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এআই-ভিত্তিক নতুন সিস্টেম তৈরি করতে হবে।” তিনি শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও এআই বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, “অনেকে এখনো এআই প্রযুক্তির সঙ্গে পুরোপুরি পরিচিত নয়। এআই পৃথিবীকে দ্রুত এগিয়ে নিচ্ছে, তবে এর অপব্যবহারের ফলে নৈতিক ও সামাজিক চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। বিভ্রান্তিকর তথ্য প্রচার বা ছবি বিকৃতির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি না করে, আমাদের এআই-কে সঠিকভাবে কাজে লাগাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী পর্বের পর টেকনিক্যাল সেশন পরিচালনা করেন রিসোর্স পারসন কাজী তাফসিরুল ইসলাম, সিনিয়র লেকচারার, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স স্কুল, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার একাডেমিক ও গবেষণাক্ষেত্রে কার্যকর প্রয়োগ, নৈতিক ব্যবহার এবং গবেষণার গুণগত মান উন্নয়নে এআই টুলস ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

এই প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *