
|| নিজস্ব প্রতিনিধি ||
ইসলামী ঐক্য আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে “ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনা, বর্তমান মুসলিম উম্মাহ” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার আমির মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মো: জাহাঙ্গীর আলম। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন দলটির নায়েবে আমির মো: সাইফুল ইসলাম সায়েম, আব্দুল আউয়াল হাক্কানি এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম মুক্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বদরের চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। ১৭ রমজানই হক বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে এবং বৈপ্লবিক চিন্তার সঞ্চারণ করেছে। একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে বদরের শহীদ ও মুসলিম উম্মার জন্য বিশেষভাবে মাগফিরাত কামনা করা হয়।