সোমবার, নভেম্বর ৩

কুয়েট গেট সংলগ্ন বিএনপি কার্যালয়ে বোমা ও গুলি হামলা, নিহত ১

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা বোমা ও গুলি হামলা চালিয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ইউসেপের অবসরপ্রাপ্ত শিক্ষক ইমদাদুল ইসলাম নিহত হয়েছেন। এছাড়া যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫) এবং মিজানুর রহমান নামে আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দলীয় অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, হামলার শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ও দলীয় নেতা-কর্মীরা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, ‘যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমি ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি।‘

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, ’ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে গুলি করা হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।‘
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *