|| নিউজ ডেস্ক ||
রাজধানী ঢাকাতে গত বেশ কয়েকদিন শীত তেমন একটা অনুভূত না হলেও হঠাৎই গতকাল (২২ জানুয়ারি) থেকে হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা পড়ছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই যেন রাজধানী কুয়াশার চাদরে ঢেকে থাকায় সূর্যের দেখা নেই। আর তাতে কয়েকদিনের তুলনায় শীত একটু বেশি অনুভূত হচ্ছে আজ।
এ চিত্র শুধু রাজধানীতেই নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে কুয়াশার দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।