
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ জন প্রার্থী। তাদের সকলের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় কুড়িগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ অন্নপূর্ণা দেবনাথ। যাচাই-বাছাই শেষে তিনি ৮ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেন। এসময় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ, মনোনয়নপত্র যাচাই-বাছাই কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ২৮ ডিসেম্বর পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২৯ ডিসেম্বর রৌমারী উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার আলাউদ্দিন আহমেদের নিকট ৭ জন প্রার্থী এবং চিলমারী উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার সবুজ কুমার বসাকের নিকট ১ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে:
১. মো. আজিজুর রহমান (বিএনপি)
২. মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
৩. কে এম ফজলুল হক (জাতীয় পার্টি)
৪. মো. রুকুনুজ্জামান (স্বতন্ত্র – জাতীয় পার্টির বিদ্রোহী)
৫. মাওলানা হাফিজুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
৬. শেখ মো. আব্দুল খালেক (বাসদ)
৭. রাজু আহম্মেদ [বাসদ (মার্কসবাদী)]
৮. মোছা. শেফালী খাতুন (বাংলাদেশ সুপ্রিম পার্টি)
যাচাই-বাছাই চলাকালে রাজনৈতিক দলের প্রার্থী ছাড়াও তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
