সোমবার, নভেম্বর ৩

কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাইফুর রহমান রানা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা।

আজ সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় এই নেতা দলীয় ঐক্য রক্ষা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ সাইফুর রহমান রানা বলেন,
“দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে তা সম্মানিত করতে চাই। জনগণই আমার শক্তি, তাঁদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।”

এদিকে তাঁর মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁরা নির্বাচনী প্রস্তুতি শুরু করে মাঠ পর্যায়ে গণসংযোগ জোরদার করেছেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, অভিজ্ঞ ও জনপ্রিয় এই নেতার নেতৃত্বে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি আগের মতোই শক্ত অবস্থান ফিরে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *