রবিবার, অক্টোবর ২৬

কুড়িগ্রাম-০১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন সাইফুর রহমান রানা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। তিনি কুড়িগ্রাম-০১ (নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরেই মাঠে সক্রিয় রয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা।

সভায় তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ লড়াই। এই লড়াইয়ে সকলকে ধানের শীষের পক্ষে সংগঠিত হতে হবে।”

ভিডিও কনফারেন্সে উপস্থিত কেন্দ্রীয় নেতারা জানান, কুড়িগ্রাম-০১ আসনে আলহাজ্ব সাইফুর রহমান রানার নেতৃত্বে বিএনপি এখন আগের চেয়ে আরও সুসংগঠিত, শক্তিশালী এবং মাঠে সক্রিয়।

এ বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব সাইফুর রহমান রানা আলোকিত দৈনিক-কে বলেন,
“দলীয় সিদ্ধান্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বিজয় নিশ্চিত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন,
“দল থেকে সবুজ সংকেত আগেই পেয়েছিলাম। আজ কনফারেন্সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এখন আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার জন্য মাঠে নামছি। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন ও নেতাকর্মীদের নিষ্ঠার মাধ্যমে কুড়িগ্রাম-০১ আসনে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করে এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *