শুক্রবার, জুলাই ২৫

কুড়িগ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||

কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামে এ সংঘর্ষ হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- ভুন্দুরচর গ্রামের বাসিন্দা ফুলবাবু (৪৩), তাঁর বড় ভাই বুলু মিয়া (৫২) এবং তাঁদের ভাতিজা নুরুল আমিন (৩০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানা গেছে, ভুন্দুরচর এলাকার শাহজামাল গং এবং রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

আজ দুপুরে বিরোধপূর্ণ জমিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষ টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এ সময় রব্বানীর ছেলে আপেল মিয়াসহ (৪৭) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আপেল মিয়াকে টেঁটাবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার অন্যত্র জন্য রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা আরও জানান, জিঞ্জিরাম ও কালোর নদীবেষ্টিত সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামটিতে প্রতিকূল যোগাযোগব্যবস্থার কারণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ পৌঁছাতে পারেননি।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘তিনজন নিহত হয়েছেন। এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না।’

এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *