শনিবার, আগস্ট ২৩

কুড়িগ্রামে বিএনপির বিজয় র‌্যালি ও পথসভা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান” এর বিজয় র‌্যালি ও পথসভা। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালিটি।

বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী ফেস্টুন-ব্যানার হাতে নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম শহর পরিণত হয় স্লোগান আর বিজয়ের আবহে এক প্রাণবন্ত মিলনমেলায়।

র‌্যালিটির নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আমিমুল এহসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‌্যালি শেষে কুড়িগ্রাম সরকারি কলেজ মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এক ইতিহাস গড়া অধ্যায়। আজকের এই বিজয় র‌্যালির মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন শপথ নিচ্ছি।”

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি অতীতেও যেমন ছিল, এখনো তেমন দৃঢ়ভাবে রয়েছে। সরকারবিরোধী আন্দোলনে জনগণের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে, এই জনজোয়ারই আমাদের বিজয়ের বার্তা দেয়।”

সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “সরকার পতনের আন্দোলনে আমরা রাজপথে আছি এবং থাকবো। জনগণ এখন পরিবর্তন চায়, স্বেচ্ছাচারী শাসনের অবসান চায়।”

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *