
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে পুঁজি হিসেবে অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি।
শুক্রবার (১৪ মার্চ) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবা মো. নুরুল ইসলামের হাতে এই মালামাল তুলে দেন।
লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম জানান, “ফেলানী নিহত হওয়ার পর থেকেই বিজিবি তার পরিবারের পাশে রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা একাধিকবার ভারতেও গিয়েছি। এছাড়া পরিবারের জীবনযাত্রা স্বাভাবিক করতে ও সন্তানদের লেখাপড়ার জন্য তার বাবাকে দোকান করে দিয়েছিল বিজিবি। এবার ঈদ উপলক্ষে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় তার দোকানে ৫০ হাজার টাকার বেশি মালামাল দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিজিবি এই পরিবারের পাশে থাকবে।”
ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার মেয়েকে হারিয়ে যখন দিশেহারা ছিলাম, তখন থেকেই বিজিবি আমাদের সহায়তা করেছে। দোকান করে দেওয়া থেকে শুরু করে আজ নতুন করে ৫০ হাজার টাকার মালামাল দিয়েছে। আমি বিজিবির প্রতি কৃতজ্ঞ।”
এসময় অনুষ্ঠানে বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, মিডিয়া মনিটরের প্রধান সমন্বয়ক ও ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, মিডিয়া মনিটরের সমন্বয়ক নাজমুল হাসানসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকরা ফেলানীর বাড়িতে গিয়ে তার বাবা-মা ও পরিবারের সঙ্গে ইফতার করেন এবং ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।