
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের ধরলা নদীতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের (৩২/৩৩) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (৩১ মার্চ) দুপুরে সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা ধরলা নদীর বাংটুর ঘাট এলাকায় পানিতে এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, লাশটি উজান থেকে ভেসে এসেছে।
এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট খবর পেয়ে লাশের পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেছে। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, সিআইডির নমুনা পরীক্ষার পর আগামী দুই এক দিনের মধ্যে পরিচয় জানা যাবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কার্যক্রম জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে।