
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামে জেলা ট্রাস্কফোর্সের বিশেষ অভিযানে বাস টিকিটের মূল্য বেশি নেওয়া ও নকল কাপড় বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ( রাতে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম শরীফ খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসএন পরিবহনকে ২০ হাজার টাকা এবং নিউ আড়ং ফ্যাব্রিক্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, এসএন পরিবহন যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছিল। অন্যদিকে, নিউ আড়ং ফ্যাব্রিক্সে নকল কাপড় বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় উভয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জেলা ট্রাস্কফোর্সের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নকল পণ্য বিক্রি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।